[ad_1]
ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা সেই ট্রাক ড্রাইভার ও হেলপারকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে বলেন, হাসনাত ও সারজিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। একইসঙ্গে তিনি জানান, ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পালাতক আছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। নানাভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে। আজকে তিনটি গাড়িতে আমরা ঢাকায় ফিরছিলাম। এর মধ্য একটি গাড়িতে হাসনাত ভাই ও সারজিস ভাই ছিলেন। আমরা অন্য গাড়িতে ছিলাম। ট্রাকটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনেদিতভাবেই আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে।’
তালাত মোহাম্মদ রাফির এই লাইভের পরই অনেক নেটিজেন পলাতক ওই আওয়ামী লীগ নেতার নাম বললেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনই বলা যাচ্ছে না হত্যাচেষ্টার অন্যতম মাস্টারমাইন্ড আসলে কে।
[ad_2]
Source link