Homeজাতীয়জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি ও মধ্যাহ্নভোজ

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি ও মধ্যাহ্নভোজ

[ad_1]

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীদের জন্য ঈদুল আজহার দিন আয়োজন করেছে “ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ” জাবি শাখা ছাত্রশিবির ।

শনিবার (৭ জুন) জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জহির রায়হান অডিটোরিয়ামে দুপুর ২ টা থেকে মধ্যাহ্নভোজ শুরু হয়েছে।

গত ০১ জুন জাবি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় , “পবিত্র ঈদুল আজহা অত্যাসন্ন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এই ঈদের অন্যতম উপলক্ষ্য পশু কুরবানি। ঈদুল আজহায় অ্যাকাডেমিক ও নানা কারণে ক্যাম্পাসে হলে অবস্থানরত অনেক শিক্ষার্থীরই বাড়িতে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঈদুল আজহার দিন আয়োজন করবে “ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ”।

ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আজকে পবিত্র ঈদুল আজহার দিন শিবিরের পক্ষ থেকে ৩ টি গরু কুরবানি দেওয়া হয়েছে। ক্যাম্পাসে অবস্থানরত প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছি।

ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, আমাদের পক্ষ থেকে ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য আলাদা আয়োজন রয়েছে।

ক্যাম্পাসে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ঈদুল আজহার দিনের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন জাবি ছাত্রশিবির।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত