Homeজাতীয়জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ

জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ

[ad_1]

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক গভীর করার লক্ষ্যে বাংলাদেশ জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

আলোচনাকালে প্রধান উপদেষ্টা জার্মান জনগণ ও জার্মান অর্থনীতির প্রশংসা করে বলেন, ‘ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে জার্মানি বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা জার্মানির সঙ্গে একটি ভিন্ন সম্পর্ক, বিশেষ সম্পর্ক রাখতে চাই।’

সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে জানতে সফর করছেন জারাহ ব্রুন। তিনি প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সমৃদ্ধ হবে।

জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আপনার কাজের একজন বড় উৎসাহী।’

প্রফেসর ইউনূস বলেন, ‘এ বছরের শেষ-নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। জাতীয় নির্বাচনকে সফল করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

তারা প্রফেসর ইউনূসের শুরু করা থ্রি জিরো কর্মসূচি, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন পদক্ষেপ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত