Homeজাতীয়জিএসপি পেতে বাংলাদেশকে ১১ দফা বাস্তবায়নের তাগিদ যুক্তরাষ্ট্রের

জিএসপি পেতে বাংলাদেশকে ১১ দফা বাস্তবায়নের তাগিদ যুক্তরাষ্ট্রের


বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে শ্রম, অধিকার, শ্রমিক নিরাপত্তা এবং শ্রমিকদের কর্ম পরিবেশসহ তাদের বেঁধে দেওয়া ১১ দফা বাস্তবায়নের তাগিদ দিয়েছে দেশটি।

রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে, ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালী এবং দূতাবাস প্রধান মেগান বোল্ডইনসহ ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম আইনের যেসব ধারা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সহজ হবে।

এ সময় শ্রম সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কারখানায় ট্রেড ইউনিয়ন করাসহ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মার্কিন প্রতিনিধিরা জানতে চেয়েছে। শ্রম আইন সংশোধন হলে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ১১ দফার অনেকটাই বাস্তবায়ন হবে। ইউরোপের মতো মার্কিন বাজারেও জিএসপি সুবিধা চায় বাংলাদেশ।

বাণিজ্য সচিব বলেন, শ্রমিকদের আরও দক্ষ করার ব্যাপারেও জোর দিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত