[ad_1]
আয়নাঘরের নৃশংসতা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘তারুণ্য উৎসব ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা নিজেদের অপকর্ম অস্বীকার করতে পারবে না। আমরা গতকাল আয়নাঘর পরিদর্শন করেছি এবং সেখানে কী ঘটছিল তা বিশ্বকে উপলব্ধি করতে দিয়েছি।’
তিনি বলেন, ‘বিশ্ব বাস্তবতা দেখেছে, তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে তথ্য অস্বীকার করছে। কিন্তু এবার তথ্য অস্বীকার করা ফলপ্রসূ হবে না। কারণ জুলাই মাসে তাদের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত এবং প্রকাশিত হয়েছে। আয়নাঘর আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে এবং নথিটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে।’
এই উপদেষ্টা বলেন, ‘হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিবাদী শক্তিগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনসাধারণের শত্রু হিসেবে স্থায়ীভাবে বিবেচিত হবে। তরুণ সমাজের শক্তি দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা দেশব্যাপী তারুণ্য উৎসব পালন করে আসছি এবং তরুণরা উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে উৎসবগুলোতে অংশগ্রহণ করছে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন এবং যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাতে অনুষ্ঠানটিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।
[ad_2]
Source link