Homeজাতীয়জুলাই সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ: আলী রীয়াজ

জুলাই সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ: আলী রীয়াজ


রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হবে মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

আজ শনিবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) সঙ্গে সংলাপে এসব কথা বলেন আলী রীয়াজ।

রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনার কথা মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছে। কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনা হচ্ছে মাত্র। জাতীয় ঐকমত্যের লক্ষ্য সেই সূচনার কাজটি দ্রুততার সঙ্গে শুরু করতে পারি।’

সবার ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের প্রাথমিক পর্যায়ের সংগ্রামের বিজয় অর্জিত হয়েছে মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘সেটা যেন আমরা ধরে রাখতে পারি, অগ্রসর হতে পারি। এ ক্ষেত্রে ভিন্নমত থাকবে। সব বিষয়ে একমত হবে না। কিন্তু কতগুলো মৌলিক বিষয়ে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বিশেষত গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি, পরস্পরের সহযোদ্ধা হতে পারি, সেই চেষ্টা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজের সংগ্রাম। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সংলাপে সঞ্চালনা করেন। বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত