Homeজাতীয়টাকার অভাবে বিয়ে করতে পাচ্ছেন না সালমান খান!

টাকার অভাবে বিয়ে করতে পাচ্ছেন না সালমান খান!


৫৯ বছর বয়সী বলিউড সুপারস্টার সালমান খান এখনও অবিবাহিত। যেখানে তাঁর সমবয়সী সহকর্মীদের কেউ সংসার গুছিয়ে ফেলেছেন, কেউ আবার নাতি-নাতনির মুখ দেখেছেন, সেখানে ‘ভাইজান’ এখনও সিঙ্গেল। সালমানের বিয়ে না হওয়ার পেছনে প্রেমে ব্যর্থতা, কিংবা দুই ভাইয়ের (অরবাজ ও সোহেল খান) বিবাহবিচ্ছেদের প্রভাব — নানা রকম জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল।

তবে বিয়ে না করার প্রকৃত কারণ সালমান নিজেই প্রকাশ করেছিলেন বছর কয়েক আগে। ২০১৮ সালের এক গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন এমন কিছু, যা শুনে হাসির রোল পড়ে গিয়েছিল পুরো অনুষ্ঠানে।

মজার ছলে সালমান বলেছিলেন, “আমার কাছে এত টাকা কই? আমার বাবার বিয়েতে খরচ হয়েছিল মাত্র ১৮০ টাকা। কিন্তু এখন বিয়ে মানেই বিশাল অনুষ্ঠান, কোটি কোটি টাকা খরচ হয়। এত বড় খরচের সামর্থ্য আমার নেই বলেই এখনও বিয়ে করা হয়ে ওঠেনি!”

সালমান আরও বলেন, “আমি সুরজ বরজাতিয়াকে অনেকবার বলেছিলাম, সিনেমায় বিয়েকে এত বড় করে না দেখাতে। ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছে, তাতেই বিয়েটা মানুষের কাছে বিশাল একটা ফাংশনে পরিণত হয়েছে।”

প্রেম নিয়ে সালমানের জীবনে জল্পনা-কল্পনার অভাব ছিল না। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ— একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেছে, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলেও বলিউড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক আদৌ বিয়েতে গড়াবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সত্যি কি শুধুই টাকার অভাব, নাকি এর পেছনে আছে আরও না বলা গল্প? উত্তরটা হয়তো এখনও বলিউড ভাইজান নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন।

এম.কে.





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত