Homeজাতীয়ডজনখানেক সাবেক মন্ত্রী-এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডজনখানেক সাবেক মন্ত্রী-এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

[ad_1]

logo

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ২১: ৩৭

আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা। ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত সরকারের আরও কয়েক ডজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও তাদের পরিবারকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয় বলে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

যাঁদের বিরুদ্ধে বিদেশযাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা হলেন—সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আমুর পালিত কন্যা সুমাইয়া, আমুর পিএ ফররুখ মজিদ মাহমুদ কিরণ, ফররুখের স্ত্রী রাফেজা মজিদ, রিজেন্সির এমডি কবির রেজা ও রোকেয়া খাতুন।

এ ছাড়া বিদেশযাত্রার নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম ও লক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়ন। একই সঙ্গে তাদের স্ত্রী, ছেলেমেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত