Homeজাতীয়ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ জনের মৃত্যু

[ad_1]

এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ।

আজ শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে আটজন, রাজধানীর বেসরকারি হাসপাতালে পাঁচজন, ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ১২৪ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিভাগ হিসবে সবচেয়ে বেশি রোগী বরিশালে। বিভাগটির বরগুনায় ৬৭ জন, বরিশালে ৩৫ জন, পিরোজপুরে সাতজন ও ঝালকাঠিতে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও অন্য চারজন বরিশাল বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়। মোট আক্রান্তদের ৪১ শতাংশ নারী ও ৫৯ শতাংশ পুরুষ। আর মারা যাওয়া রোগীদের ৪৬ শতাংশ নারী ও ৫৪ শতাংশ পুরুষ। গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ বছর ছাড়পত্র পেয়েছে ৫ হাজার ১১ জন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত