Homeজাতীয়ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

[ad_1]

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল বুধবার (১১ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন। বুধবার (১১ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

লন্ডনে প্রধান উপদেষ্টার বুধবারের অন্যান্য কর্মসূচি

সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত লন্ডনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. চিয়েটিগ বাজপেয়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এরপর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অধ্যাপক ইউনূস চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন।

বক্তব্য শেষে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চ্যাথাম হাউজ কর্তৃক ড. ইউনূসের সম্মানে মালকম রুমে এক সংবর্ধনার আয়োজন করা হবে।

দিনের শেষ ভাগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত তিনি সেন্ট জেমস প্যালেসে উপস্থিত থাকবেন। সেখানে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ‘দ্য কিংস ফাউন্ডেশন’-এর ৩৫তম বার্ষিকী উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন। গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। খবর: বাসস

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত