Homeজাতীয়ঢাকা-বেইজিং সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু হবে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মাধ্যমে

ঢাকা-বেইজিং সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু হবে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মাধ্যমে

[ad_1]

বাংলাদেশ এবং চীন ২০২৫ সালে তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২০ থেকে ২৪ জানুয়ারি বেইজিং সফর করবেন। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপনের শুভ সূচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নকল্পে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে।’

গত আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে এ সফর একটি বড় সুযোগ বলে তিনি জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার, যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে অনুকূল নয়। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

চীন বাংলাদেশের উল্লেখযোগ্য কৌশলগত অংশীদার, অন্যতম বৃহৎ বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহুমাত্রিক বলে তিনি জানান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত