Homeজাতীয়তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ


আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ মহাসমাবেশকে তরুণদের জনসমুদ্রে পরিণত করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

মহাসমাবেশ সফল করতে শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চান। তরুণদের অধিকার প্রতিষ্ঠিত হলে এই দেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

তিনি আরও বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন—তার কেন্দ্রে রয়েছে যুবসমাজ। তরুণরাই পারে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিতে। তাদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত না করা গেলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। তিনি বলেন, তরুণ প্রজন্ম ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন সফল হতে পারে না। বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তরুণদের রাজনীতি বিমুখ করে রাখা। তারেক রহমান সেই চক্রান্তের বিপরীতে যুবসমাজকে সংগঠিত করছেন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হলে দেশ এগিয়ে যাবে নতুন সম্ভাবনার পথে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল্লা বাহার, নগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, ইসকান্দর মির্জা, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউর আলম স্বপন, মোহাম্মদ জাফর আহম্মদ, এ কে খান, মাহাবুব রানা, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ।

এছাড়া নগর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক সাবের হোসেন টারজান; নগর ছাত্রদলের সভাপতি শাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন; নগর তরুণ দলের সভাপতি সেলিম হাফেজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা ১০ মে’র মহাসমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

এসএফ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত