Homeজাতীয়তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি "হেপাটাইটিস বি" ভ্যাক্সিনেশন

তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি “হেপাটাইটিস বি” ভ্যাক্সিনেশন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় এই কার্যক্রম আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রোগ্রামটি বাস্তবায়ন হয়।

১৪ মে (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে দেশের গনতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং হেপাটাইটিস বি ভ্যাক্সিনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে, এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ছাত্রদল ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, “দেশে টিকাদান কর্মসূচি (EPI) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে চালু করেন এবং হেপাটাইটিস বি ভ্যাক্সিন ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় ইপিআই শিডিউলে অন্তর্ভুক্ত হয়, যার সুফল আজ পুরো জাতি ভোগ করছে।”

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনাটি প্রশ্নবিদ্ধ। এটি জুলাই অভ্যুত্থান ব্যর্থ করার চক্রান্তের অংশ হতে পারে।” তিনি গণতান্ত্রিক ধারা রক্ষায় প্রয়োজনে নতুন আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

প্রধান অতিথি হিসেবে ভ্যাক্সিনেশন প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, ড্যাব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।   





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত