বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার কর্মসূচি ৩১ দফা নিয়ে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ মডেল কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল প্রযুক্তির সহায়তায়, তরুণ শিক্ষা উদ্যোক্তা ও সমাজকর্মী শরিফুল ইসলাম খান (ফরহাদ) কর্মশালায় উপস্থিত নেতা কর্মী ও সাধারণ মানুষের সামনে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য ও দর্শন তুলে ধরেন। তিনি বিশাল স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রযুক্তির সাহায্যে চিত্রগ্রাফের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক ভিশন বিশ্লেষণ করেন।
কর্মশালার বিষয়ে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, যা সবসময় মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচি নিয়ে কাজ করে। জনাব তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি নিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন, আমরা চাই সেই স্বপ্নের কথা মফস্বলের মানুষের কাছে পৌঁছে দিতে। আজ পাথর্শী ইউনিয়ন থেকে এই উদ্যোগ শুরু করলাম, ধাপে ধাপে ইসলামপুর উপজেলার প্রতিটি এলাকায় ৩১ দফার প্রয়োজনীয়তা তুলে ধরবো।
কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, ইসলামপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হকসহ আরও অনেকে।
এসএফ