Homeজাতীয়তারেক রহমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জুবাইদা

তারেক রহমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জুবাইদা

[ad_1]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নতুন বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানও স্থান পেয়েছেন।

১৩ নভেম্বর, বুধবার এই কমিটি ঘোষণা করা হয়। পুরো কমিটিতে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন:

তারেক রহমান – প্রেসিডেন্ট  

ডা. জুবাইদা রহমান – ভাইস প্রেসিডেন্ট  

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার – এক্সিকিউটিভ ডাইরেক্টর  

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান – ডাইরেক্টর (এডমিন)  

অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম – ডাইরেক্টর (ফাইন্যান্স)  

ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী – ডাইরেক্টর (প্ল্যানিং)  

ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ – ডাইরেক্টর (প্রোগ্রাম)  

ডা. মোস্তফা আজিজ সুমন – ডাইরেক্টর (প্রোগ্রাম)  

প্রকৌশলী মো. মাহবুব আলম – ডাইরেক্টর (প্রোগ্রাম)  

কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু – ডাইরেক্টর (প্রোগ্রাম)  

অধ্যাপক ড. মো. লুৎফর রহমান – ডাইরেক্টর (প্রোগ্রাম)  

এডভোকেট মোহাম্মদ আলী – ডাইরেক্টর (প্রোগ্রাম)  

আমিরুল ইসলাম কাগজী – ডাইরেক্টর (প্রোগ্রাম)  

ব্যারিস্টার জায়মা রহমান – ডাইরেক্টর  

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম – ডাইরেক্টর  

কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা – ডাইরেক্টর  

কৃষিবিদ শামীমুর রহমান শামীম – ডাইরেক্টর  

ব্যারিস্টার মীর হেলাল – ডাইরেক্টর  

অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন – ডাইরেক্টর  

প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম – ডাইরেক্টর  

কৃষিবিদ শফিউল আলম দিদার – ডাইরেক্টর  

প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী – ডাইরেক্টর  

সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান – ডাইরেক্টর  

বিবৃতিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুসারে কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে এ বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন করা হয়েছে।

১৯৯৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি রক্ষার্থে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এর চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। ‘‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’’ স্লোগান নিয়ে অলাভজনক এই স্বেচ্ছাসেবী সংগঠন গরিব, দুস্থ এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত