সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে একটি গভীর ও বেদনাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেছেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে। তার স্বামী মুফতি মোহাম্মদ তালহার নামে অভিযোগ করে তিনি বলেন, একটা ঘটনা বলি শুনুন, তালহা সব শেষ যে বিয়েটা করে, তাকে সে আমার সামনে তিন তালাক দেয় “আমি মুশফিকাকে তিন তালাক দিলাম”।ওই ৯ নাম্বার স্ত্রীকে আমাকে দিয়ে মেসেজ দিয়ে এটা জানিয়ে দিতে বলে।
এখন সে বিভিন্ন জনকে বলছে তালহা নাকি তালাক দেয়নি। আমার ভাস্য মতে নাকি তিন তালাক! এবং মেয়েটা যেহেতু দ্বীনদার না, ঐরকম বুঝ নেই, তালহা তালহার মত করে বুঝিয়ে নিয়েছে তারা এখনো স্বামী-স্ত্রী। চিন্তা করা যায়? তিন তালাক দিলে সেই স্ত্রী আজীবনের মত হারাম হয়ে যায়। কিন্তু তালহা তাকে মিথ্যা বুঝিয়ে বুঝিয়ে তার সাথে সম্পর্কে যাচ্ছে। আলেমরা কেন তাকে কিছু বলছেন না?
শুধু তাই নয় আগে আট নাম্বার যেই স্ত্রী ছিল। তাকেও তালাক দেয়ার পরে মধ্যরাতে তার বাসার সামনে গিয়ে তার সাথে গাড়িতে সময় কাটাতে বলে। খুব অনুরোধ করে দেখা করার জন্য। কিন্তু এত রাতে মহিলাটার জন্য বের হওয়া সম্ভব মা তাই আর দেখা হয়নি। এরপর আরো কিছু হয়েছে তা আমার অজানা।