Homeজাতীয়দিল্লিতে বাংলাদেশের নতুন প্রেস মিনিস্টার কে এই ফয়সাল মাহমুদ

দিল্লিতে বাংলাদেশের নতুন প্রেস মিনিস্টার কে এই ফয়সাল মাহমুদ

[ad_1]

ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়া দিল্লিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাঁদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

নয়া দিল্লিতে নিয়োগ পাওয়া ফয়সাল মাহমুদ ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি এর আগে, নয়া দিল্লিতে প্রেস মিনিস্টারে দায়িত্ব পালন করা শাবান মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।

ফয়সাল মাহমুদের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। তিনি আল জাজিরা, নিক্কেই এশিয়া, টিআরটি ওয়ার্ল্ড, এশিয়া টাইমস, ভাইস নিউজ, ভয়েস অব আমেরিকা এবং দ্য ওয়্যারসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে কাজ করেন।

প্রকৌশলী ফয়সাল মাহমুদ প্রযুক্তি বিষয়ক লেখায় পারদর্শী হলেও তাঁর প্রধান আগ্রহ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে। তিনি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলো নিয়ে বিস্তৃত প্রতিবেদন করেছেন। তিনি জেফারসন ফেলোশিপ, অ্যাডেনাওয়ার ফেলোশিপ এবং থমসন রয়টার্স ফাউন্ডেশন ফেলোশিপসহ বিভিন্ন ফেলোশিপ পেয়েছেন। তিনি বর্তমানে ফিনটেক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন।

নিক্কেই এশিয়ায় প্রকাশিত তাঁর একটি প্রতিবেদনের জন্য তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এসএবিইডব্লিউ পুরস্কার পেয়েছেন। ফয়সাল মাহমুদ বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া-বিজেআইএমের সহপ্রতিষ্ঠাতা এবং এই সংগঠনের ‘থার্ড আই’ সাময়িকীর প্রধান সম্পাদক।

এ ছাড়া, ফয়সাল মাহমুদ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খানের প্রকাশনায় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘বাংলা আউটলুকের’ বাংলা ভার্শনের সম্পাদকের দায়িত্বও পালন করছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত