Homeজাতীয়দুই দেশের নেতাদের যোগাযোগ আছে, গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিক্রম মিশ্রি

দুই দেশের নেতাদের যোগাযোগ আছে, গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিক্রম মিশ্রি

[ad_1]

বাংলাদেশে হিন্দুসহ সংখালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে আনল ভারত। পাশাপাশি দুই দেশে কূটনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে দেশটি।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার ঢাকায় দুটি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বার্ষিক বৈঠকের জন্য বিক্রম আজ সকালে ঢাকা পৌঁছান। এ বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে বিবৃতি দেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, এমনটি উল্লেখ করে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে যোগাযোগ আছে। দুই দেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়।’

বিক্রম বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ের পাশাপাশি বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় এসেছে।

বিবৃতি দেওয়ার পর ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।

সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রি। ছবি: আজকের পত্রিকা

সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রি। ছবি: আজকের পত্রিকা

বৈঠকগুলোর বিষয়ে আজ সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের আলাদা প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর আজ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত