Homeজাতীয়দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে আলোচনা

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে আলোচনা

[ad_1]

বিদ্যমান সংসদ ব্যবস্থার পরিবর্তে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে আলোচনা করেছেন সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনের সংবিধান সংস্কার কমিশন কার্যালয়ে দুই কমিশনের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য এ তথ্য জানান। তারা বলেন, দ্বিকক্ষবিশিষ্ট আইন সভা হলে নির্বাচনের বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। দুই কমিশনের সদস্যরা সমন্বয় করে সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়েছেন।

বৈঠক সূত্র জানায়, প্রথম বৈঠকে দুই পক্ষই তাদের কাজের অগ্রগতি তুলে ধরে। বিশেষত সংবিধানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়। একপর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ পদে সরাসরি ভোটগ্রহণ হবে নাকি বিদ্যমান পদ্ধতি বহাল থাকবে, তা নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন নিয়োগ আইন নিয়েও আলোচনা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠান- জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনে নির্বাচনের বিষয়ে ভিন্নতা থাকার কথা জানিয়ে সব আইনে একই ধরনের পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন সভায় জানিয়েছে, তারা সংবিধানকে আরও স্মার্ট ও ছোট করার পক্ষে। এছাড়া তারা বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের চিন্তাভাবনা করছেন।

সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ অংশগ্রহণ করেন। অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষে এর প্রধান ড. বদিউল আলম মজুমদার, কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, ডা. জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস ও সাদিক আল আরমান অংশ নেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত