Homeজাতীয়নগর কৃষি মেলায় আসেন শহুরে কৃষাণীরা

নগর কৃষি মেলায় আসেন শহুরে কৃষাণীরা

[ad_1]

কারও হাতে বনসাই, কারও হাতে নতুন জাতের ফুল-ফল গাছের চারা। সবাই শহুরে আধুনিক কিষানি। কেউ নিজের ছাদবাগানের জন্য পছন্দের গাছ কিনতে এসেছেন, আবার কেউ বিক্রি করতে এসেছেন নিজের সংগ্রহে থাকা বিভিন্ন গাছের বাড়তি চারা। এতে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে নগর কৃষি মেলা।

ঢাকার রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো ছয় দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে নগর কৃষি ফাউন্ডেশন। ১৪ ডিসেম্বর শুরু হওয়া মেলা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার।

মেলার শেষ দিনে ঘুরতে এসেছেন শৌখিন কিষানি জাহানারা আহমেদ রোজি। মিরপুর-৭ নম্বরে তাঁর ছাদবাগান রয়েছে। রোজি জানান, মেলায় এসে অন্য শহুরে কিষানিদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন। পছন্দের কিছু গাছও সংগ্রহ করেছেন তিনি।

নগর কৃষি মেলায় ঘুরতে আসা দর্শনার্থী সুপ্রিমকোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার জানান, গত বছরও নগর কৃষি মেলায় অংশ নিয়েছিলেন তিনি। এবার মেলা থেকে ব্যতিক্রমী কিছু ফুলের গাছ সংগ্রহ করেছেন।

মেলায় ‘পলির বৃক্ষ পল্লী’ নামে স্টল দিয়েছেন শৌখিন কিষানি নুসরাত পলি। রাজধানীর ধানমন্ডির শংকরে তাঁর ছাদবাগান রয়েছে। পলির স্টলে ফুল, সবজি ও বনসাইয়ের প্রায় ৫০ টির বেশি আইটেম রয়েছে। তিনি বলেন, ‘শখের বশেই ছাদবাগান করেছি। মেলায় অংশ নিয়েছি অভিজ্ঞতা বিনিময়ের জন্য। তবে ক্রেতাদের ভালোই সাড়া পেয়েছি।’

আয়োজকেরা জানিয়েছেন, নগর কৃষি মেলায় ব্যক্তি উদ্যোক্তার পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক নার্সারি ও ব্র্যাক ডেইরি প্রোডাক্ট, ইস্পাহানি এগ্রো, বিএডিসি, অ্যাগ্রোটেক জৈব সার, প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন স্টল দিয়েছে।

আয়োজক সংগঠক নগর কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর কৃষক প্রকৌশলী মো. গোলাম হায়দার আজকের পত্রিকাকে বলেন, কৃষির নানা আঙিনার মানুষ আয়োজনে অংশ নিয়েছেন। ছয় দিনের মেলায় ১০টি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মেলার পরিসর আরও বাড়ানো হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত