Homeজাতীয়নতুন মার্কিন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বাংলাদেশের

নতুন মার্কিন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বাংলাদেশের

[ad_1]

২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনও হোঁচট খাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) তিনি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বা এ ধরনের বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি সরকারকেন্দ্রিক নয়। নতুন সরকার যখন আসবে তখন তাদের বক্তব্য থাকতে পারে। সেগুলো আমরা দেখবো এবং তখন বিষয়গুলো বিবেচনা করা যাবে।’

তিনি বলেন, ‘এখানে অনুমাননির্ভর কথা বলার কিছু নেই। আমরা মনে করি না যে যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনও হোঁচট খাবে। আমি মনে করি, এটি মসৃণভাবে চলবে। সম্পর্ক একটি বহমান বিষয়। এখানে পারস্পরিক চাওয়া-পাওয়ার হিসাবের পরিবর্তন সবসময় হয়। হিসাবের পরিবর্তন যখন হবে, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো এবং আমরা নিতে পারবো বলে আমি মনে করি।’

তিনটি দেশ গুরুত্বপূর্ণ

বাংলাদেশের জন্য তিনটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

উপদেষ্টা বলেন, ‘আমি একাধিকবার বলেছি যে তিনটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরমধ্যে রয়েছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না। আমাদের নিজেদের স্বার্থ বজায় রেখে তাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখবো।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত