নাটোর শহরতলীতে মোবাইল চুরি সন্দেহে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলী(৬০) নামে এক রিক্সাচালককে খুন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামে এঘটনা ঘটে। নিহত রিক্সাচালক ওই গ্রামের ইউনুস আলীর ছেলে। এঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষার্থী সালমান (১৭) পলাতক রয়েছে। সে একই গ্রামের কৃষক সিরাজ আলীর ছেলে এবং দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যলয় থেকে এবার এস এসসি পরীক্ষা দিচ্ছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি খোরশেদ আলীর একটি মোবাইল ফোন চুরি হয়। এতে শিক্ষার্থী সালমানকে সন্দেহ করা হয়। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গ্রামের সাবেক মেম্বর সাইফুলের বাড়ির সামনে খোরশেদ আলীকে ছুরি দিয়ে ঘারে আঘাত করে সালমান। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন।
নিহত খারশেদ এর মামাতো ভাই ফারুক হোসেন বলেন, তার ভাই রিকশা চালিয়ে খায় এবং বাড়িতে একাই থাকে। বাড়ির অন্য সদস্য স্ত্রী সন্তানরা ঢাকায় পোষাক কারখানায় কাজ করে।
নাটোর থানার ওসি মাহবুর রহমান জানান, মোবাইল ফোনকে কেন্দ্র করে গলায় ছুরি মেরে তাকে খুন করা হয়েছে। “ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা থেকে গলায় ছুরি মারা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছেন।