Homeজাতীয়নিপুণের ফিরে যাওয়ায় কয়েকশ ডাবল ডিগবাজি দিল জায়েদ খান!

নিপুণের ফিরে যাওয়ায় কয়েকশ ডাবল ডিগবাজি দিল জায়েদ খান!

[ad_1]

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে আজ শুক্রবার,সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ।

বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিপুণকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকায় শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হয়।

নিপুণের বিমানবন্দরে আটকের ঘটনার পর থেকেই সারাদেশে টক অব দ্য কাউন্ট্রিতে পরিণত হয়, আলো আসবেই গ্রুপের সদস্য নিপুণ।সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ছুঁড়ে দিচ্ছে তাদের তীর্যক মন্তব্য।

গেল ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। 

সেসময় চলচ্চিত্র সমিতেতে সদস্যপদ ফিরে পাওয়া নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন নিপুণ জায়েদ।সর্বশেষ সেসময় জায়েদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে সদস্যপদ ফিরে পাওয়া নিয়ে,মুখ খুলেন জায়েদ খান।

জায়েদ খান তখন বলেছিলেন,নিপুণের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। আমার যেটা মনে হয়েছে, তার মানসিক কোনো ঝামেলা রয়েছে। তা না হলে এমন করবে কেন? শুধুমাত্র শিল্পী সমিতির চেয়ারের জন্য, ক্ষমতার দেখানোর জন্য এমন করে? এমন লজ্জাহীন মহিলা জীবনে দেখিনি। তার পেছনে হয়তো কোনো ক্ষমতা রয়েছে, তাই এমন করছে।

ভিডিও দেখতে: https://www.youtube.com/shorts/E-HvmJs0ZxM

জায়েদ খানের সেই সময়ের উক্তি নিপুণের বিদেশ কান্ড হওয়ার পরে আবারো নেট দুনিয়ায় ভাইরাল।নায়ক জাহেদ খান বর্তমানে দেশের বাহিরে রয়েছেন,আর নিপুণ আজ যেতে চেয়েছিলেন দেশের বাহিরে।নিপুণের দেশত্যাগ করতে না পারায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা জায়েদ খানের সেসময়ের কিছু ডিগবাজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন,নিপুণের ফিরে যাওয়ায় কয়েকশ ডিগবাজি দিল জায়েদ খান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত