Homeজাতীয়নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার: হাসান আরিফ

নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার: হাসান আরিফ

[ad_1]

নির্বাচনের দিকে সরকার ধাপে ধাপে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হাসান আরিফ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে।’

হাসান আরিফ আরও বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ। তাঁরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’

ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে এবং আন্তর্জাতিক পর্যটকেরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ।’

সেন্ট মার্টিন ভ্রমণে নিয়ম বেঁধে দেওয়ার ফলে পর্যটন শিল্পে কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি জিনিসেরই একটি ধারণক্ষমতা থাকে। তার অতিরিক্ত হলে সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখার জন্যই পর্যটন সীমিত করা হয়েছে। কাজেই কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত