Homeজাতীয়পটিয়ায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার-৩

পটিয়ায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার-৩

[ad_1]

চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ চিনি জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ি চালকসহ তিনজনকে।

গ্রেফতারকৃতরা হলেন- গাড়ি চালক রুবেল আহমদ (৩৮), রহমত উল্লাহ (৪৭) ও রেজাউল হক (৩২)।

মঙ্গলবার ভোর ৪টার দিকে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের মাতৃভান্ডার এলাকা থেকে চিনিবাহী একটি ট্রাক পুলিশ জব্দ করেন। 

পুলিশ জানান, ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ চিনি পটিয়া উপজেলার মাতৃভান্ডার এলাকায় আনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেন। 

পটিয়া থানার ওসি জায়েদ নূর জানিয়েছেন, ভারত থেকে অবৈধভাবে আনা চিনির একটি চালান থানা পুলিশ জব্দ করেন। অতীতে এ ধরনের চালান পটিয়ায় ধরা পড়েনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  জব্দকৃত ট্রাকে ৩০০ বস্তার অধিক প্রায় ১৫ মে.টন চিনি রয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত