Homeজাতীয়পটুয়াখালীতে ক্রয় মূল্যের সবজি বিক্রয় 

পটুয়াখালীতে ক্রয় মূল্যের সবজি বিক্রয় 

[ad_1]

প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষি পণ্য ক্রয় করে পটুয়াখালী শহরের বিভিন্ন ঘনবসতি এলাকায় ক্রয় মূল্যে সবজি বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে পটুয়াখালীবাসি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

বাজারের দাম যখন কোনভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছিল না ঠিক সেই সময়ে পটুয়াখালীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন ক্রয় মূল্যে সবজি বিক্রয় শুরু করেছে। গত ২৬ অক্টোবর থেকে কৃষি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। 

পটুয়াখালী শহরের চারপাশে বিভিন্ন ইউনিয়ন থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি করায় করে বিভিন্ন ক্যাটাগরিতে মূল্য তালিকা দিয়ে বিক্রয় করার জন্য প্রস্তুত করছেন। স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠনের সদস্যরা কৃষি পণ্য কিনে নিজেরা মাথায় করে নিয়ে আসেন বিক্রয়ের উদ্দেশ্যে। ক্রয় মূল্যের পণ্য কিনতে বিক্রেতারা সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ক্রয় করেন। তবে প্রতিটি পণ্য এক কেজি বা এক মুটির বেশি নয়। লাউশাকের বাজার মূল্য ৬০ টাকা থেকে ৭০ টাকা তবে এখানে বিক্রয় করছে ৪০ টাকায়। যেখানে পুইশাকের আটি ৪০ থেকে ৫০ টাকা এখানে স্বেচ্ছাসেবকরা বিক্রি করছেন মাত্র ২৫ টাকায়। একটি লাউ তারা ২০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি করছে।  কাঁচা কলা ৫ টা টাকা পিছ, পেঁপে ৪০ টাকা, রেখা ৫০ টাকা পটল ৫০ টাকা, ডিমের হালি ৪৮ টাকা।

ক্রেতারা জানান, চলমান বাজার ব্যবস্থাপনায় সবজির উর্দ্ধগতি ফলে ভোক্তারা যখন নাজেহাল, ঠিক তখনই পটুয়াখালী বাসী নামের সংগঠনটি ১০-১৫ ধরনের সব্জি সরাসরি কৃষকের কাছ থেকে কিনে শহরের ঘনবসতি নিন্ম বিত্ত এলাকায় বাজারের থেকে ১৫-২০ টাকা কম দামে সব্জি বিক্রি করছে। যা আমাদের জন্য অনেকটাই উপকার হয়েছে। এমন উদ্যোগ চলকু সব সময়। 

 

পটুয়াখালী বাসী সংগঠনের সদস্য সাইদুর রহমান রাব্বি জানান, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন জীবন চালাতে হিমশীম খাচ্ছে। বাজারের সকল পণ্যের দাম বেড়েই চলছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয় করে সেই একই নামে খুচরা বাজার বিক্রয় করতে। এতে করে কিছুটা হলেও পন্যর দাম কম পাবে ভোক্তারা। 

পটুয়াখালী বাসী সংগঠন সভাপতি মাহমুদ হাসান রায়হান জানান, পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি বলেন, বাজারে মালামালের দাম কোন ভাবেই নিয়ন্ত্রন আনতে পারছে না সরকার, এজন্য আমরা স্বেচ্ছাশ্রমে বিভিন্ন কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয় করে, কেনা দামে বিক্রয় করার উদ্যোগ নিয়েছি। এতে করে আমরা অনেক সাড়া পেয়েছি এবং সাধারণ মানুষদের কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনায় প্রতিটি পণ্যতে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত সাশ্রয় মূল্যে পাচ্ছে ভোক্তারা। 

উল্লেখ্য যে, পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী জেলার বিভিন্ন বিত্তবানদের সহযোগিতা নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে এই জেলায় কাজ করছে। দেশের যে কোন ক্লান্তি লগ্নে তারা পাশে দাঁড়িয়ে থাকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। এই সংগঠনের মাধ্যমে অনেক পরিবারের আয়ের পথ হয়েছে তাদের বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এছাড়াও বন্যাকবলিত এলাকায় প্রাণের সহযোগিতাসহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম চলমান রয়েছে। এই সংগঠনে প্রায় ৫০ জনের বেশি সদস্য রয়েছে যারা সব সময় পটুয়াখালী জেলার রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত