Homeজাতীয়পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

[ad_1]

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার। যাতে ক্রেতা-বিক্রেতা সবাই খুশি থাকে। তবে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ক্রেতারা বেশি খুশি বিক্রেতার চেয়ে। তাছাড়া এবার দুর্নীতিবাজরা না থাকায় বড় গরু বিক্রি হচ্ছে কম।’ 

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর কাফরুল থানা ও মিরপুর পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।’

এর আগে সকালে তিনি গাবতলী গরুর হাট পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগে দুর্নীতির টাকা ছিল। এখন তো সেই দুর্নীতিবাজরা নাই। দুর্নীতির টাকাও নাই। সে জন্য বড় গরুর ক্রেতা কম।’

আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত