Homeজাতীয়পুলিশের আইজি হলেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

পুলিশের আইজি হলেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

[ad_1]

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে বাহারুল আলমকে। আর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ দেওয়া হয় শেখ সাজ্জাত আলীকে।

আজ বুধবার জারি করা পৃথক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় আইজিপি পরিবর্তন হলো।

এর আগে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বাহারুল আলম বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত