ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) একাধিক ঘটনা ঘটেছে। ভারতে যাকে পুশ-ব্যাক বলা হয়, বাংলাদেশ সেটিকে পুশ-ইন হিসেবে দেখে। এ পদ্ধতিতে আটক ব্যক্তিদের সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়ে জোর করে অন্য দেশের ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হয়। যদিও ভারতে এ ধরনের কার্যক্রমের কোনো আইনি বৈধতা নেই, তবুও এটি বহু বছর ধরেই অনানুষ্ঠানিকভাবে চলে আসছে, যা কেউ প্রকাশ্যে স্বীকার করে না।
ভারতের মানবাধিকারকর্মীরা এটিকে পুরোপুরি বেআইনি বলে অভিহিত করেছেন। তবে শিশু বা পাচারের শিকার নারীদের ক্ষেত্রে বিএসএফ মাঝে মাঝে মানবিক বিবেচনায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠায়, যা আইনসম্মতভাবে অনুমোদিত।
সম্প্রতি ভারতের গুজরাত ও রাজস্থানে এক হাজারেরও বেশি সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে অনেককেই আইনি প্রক্রিয়া না মেনে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ব্যাক করা হয়েছে। যদিও ভারতীয় আইন অনুযায়ী কাউকে আটক করলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে, বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে আটককৃতদের সরাসরি জেরা কেন্দ্রে পাঠিয়ে ফেরত পাঠানো হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এটিকে অবৈধ ও সংবিধানবিরোধী বলে অভিযোগ তুলেছে। অপরদিকে ভারতীয় কর্মকর্তারা বলছেন, প্রচলিত আইনি পদ্ধতি অত্যন্ত সময়সাপেক্ষ হওয়ায় এই ‘পুশ-ব্যাক’ পদ্ধতিই ব্যবহার করা হচ্ছে। যদিও বিএসএফ এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির অস্তিত্ব স্বীকার করেনি।