Homeজাতীয়প্রতিষ্ঠার ৫৩ বছর উদ্‌যাপন করল বিমান বাংলাদেশ

প্রতিষ্ঠার ৫৩ বছর উদ্‌যাপন করল বিমান বাংলাদেশ

[ad_1]

প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্তি উদ্‌যাপন করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে আজ শনিবার (৪ জানুয়ারি) বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।

এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’য় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত বাজানো হয়। সেই সঙ্গে বিমানের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় আলোকসজ্জা করা হয়। কেক কেটে দিনটি উদ্‌যাপন করেন কর্মীরা। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পরের বছর ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিষ্ঠিত হয়। সে সময় এর নাম ছিল ‘এয়ার বাংলাদেশ।’ ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভারত থেকে সংগৃহীত ডগলাস ডিসি-৩ মডেলের একটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি গন্তব্যে ২১টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা করেছে ২৮২ কোটি টাকা। গেল অর্থবছরে ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে বিমান; যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ বেশি। এ ছাড়া এই সময়ে ৪৩ হাজার ৪৪ টন কার্গো পরিবহন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত