[ad_1]
অনেক দিন ধরেই পর্দায় নেই চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। দেখা যায়নি কোনো কাজে। গত এক বছর ধরে সিনেমা সংশ্লিষ্ট কোনো খবরে তাকে পাওয়া যায়নি। আগামী ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘ডেঞ্জার জোন’।
সাত বছর আগে শেষ করা সিনেমা এখন মুক্তি পাচ্ছে। পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিল এর গান ও ট্রেইলার। বাপ্পী বলেন, সাত বছর আগে ছবিটির শুটিং হয়। তখনই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনাও ছিল। নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি। তবে আমি মনে করছি, এই সময় ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি।
কারণ হিসেবে তিনি বলেন, দেশে এখনো রাজনৈতিক অস্থিরতা আছে। তাই প্রেক্ষাগৃহের প্রতি মানুষের আগ্রহও কম। কিন্তু প্রযোজক যদি ছবি মুক্তি দিতে চান, আমার তো কিছু করার নেই।
গত এক বছর ধরে কোনো কাজ করেন নি বাপ্পী, ব্যবসায় সময় দিচ্ছেন বলে জানান। কাজ না থাকা নিয়ে কোনো হতাশা আছে কি না, এমন প্রশ্নে নায়কের জবাব, মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।
[ad_2]
Source link