Homeজাতীয়প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নেয়ামত উল্যা ভূঁইয়া

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নেয়ামত উল্যা ভূঁইয়া


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম সই করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। একইসঙ্গে সচিব মো. রুহুল আমিনকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া ২০২৪ সালের ২৮ অক্টোবর পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন।

ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) যোগদানের আগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি মৌলভীবাজারে থানা নির্বাহী অফিসার (টিএনও) এবং মাগুরা ও মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জর্ডানের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও চার্জ দ্য অ্যাফেয়ার্স, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হেড অব চ্যান্সারি (এইচওসি) এবং ভারপ্রাপ্ত কনসাল জেনারেলসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সচিব, পরিবেশ অধিদফতরের পরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান এবং জেলা পরিষদ, মেহেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পে এবং ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী টিমের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত