[ad_1]
বকেয়া বেতন আদায় ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর কাওরানবাজার এলাকায় এফডিসি রেলক্রসিং অবরোধ করে রেলওয়ের অস্থায়ী গেটকিপার ও ওয়েম্যান শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের রেলপথের যাত্রীরা।
আগামী বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন দেওয়ার আশ^াসে মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে অস্থায়ী শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়। যদি বৃহস্পতিবার বকেয়া বেতন না দেওয়া হয় তাহলে আগামী রবিবার আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অস্থায়ী শ্রমিকরা।
এ বিষয়ে আন্দোলনকারী রেলওয়ে অস্থায়ী গেটকিপার সাব্বির হোসেন জানান, গত ৫ মাস ধরে আমাদের বেতন হয় না। যতবারই বেতনের জন্য গিয়েছি ততবারই আমাদেরকে বলা হয়েছে এই সপ্তাহে পেয়ে যাবেন। এই সপ্তাহ করতে করতে পাঁচ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো বেতন হয়নি। রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে।
বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে, সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে। যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে আগামী রবিবার সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারও আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না। বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব।
এ বিষয়ে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ সাংবাদিকদের বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। রেলওয়ে সূত্র জানায়, বকেয়া বেতন আদায় ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কাওরান বাজারের এফডিসি রেলগেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে রেলওয়ের অস্থায়ী গেটকিপার ও ওয়েম্যান শ্রমিকরা।
এর ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুর পর্যন্ত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন প্রবেশ ও বের হতে পারেনি। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম)-এর আশ^াসে অবরোধ প্রত্যাহার করে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে। দুপুর পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
[ad_2]
Source link