[ad_1]
বাউফলের বগা-চরগরবদি ফেরি মোটরসাইকেলের ভাড়া চাওয়ায় মোঃ জামাল হোসেন(৩৪) নামের এক টোল আদায়কারীকে বেধড়ক মারধর করে জখম করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ নেতা আমির মোল্লার নেতৃত্বে ৫-৬জন ব্যক্তি তাকে মারধর করে জখম করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে বগা প্রান্তে ফেরী ভেড়ারর পর স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির মোল্লা ও তার ছেলে বরকত মোল্লার বহনকারী মোটরসাইকেল ফেরীতে ওঠে। এসময় ফেরির টোল আদায়কারী মোঃ জামাল হোসেন গিয়ে তাদের মোটরসাইকেলের ভাড়া চাওয়ায় আমির মোল্লা ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনিসহ তার ছেলেসহ অন্যান্যরা তাকেেএলোপাতাড়ি ভাবে কিলঘুষি মেরে ফেরীর ওপর ফেলে দেয়। এপর তাকে লাথি মারতে থাকে ।
এসময় স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছে।
এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে ঘাট পরিচালনার দায়িত্বে থাকা বাউফলের বগা প্রান্তের সুলতান সিকদার এবং পচ্চিম প্রান্তের সরোয়ার হোসেন জানিয়েছেন।
অভিযুক্ত আমির মোল্লার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
[ad_2]
Source link