Homeজাতীয়বড় পর্দায় ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা 

বড় পর্দায় ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা 

[ad_1]

প্রায় এক দশকের ক্যারিয়ারে কিয়ারা আদভানি অভিনীত বেশিরভাগ হিন্দি সিনেমাই বক্স অফিসে হিট। ২০২২ ও ২০২৩ সালে কিয়ারার ক্যারিয়ার ছিল সোনালী সময়। এই দুই বছরে তাঁর অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ও ‘সত্যপ্রেম কী কথা’সিনেমাগুলো ব্যাপক সাফল্য অর্জন করেছিল। এরপর কিছুটা বিরতি নেন কিয়ারা, এবং গত বছর তাঁর কোনো সিনেমা মুক্তি পায়নি। প্রায় দেড় বছর পর তিনি আবার বড় পর্দায় ফিরছেন। তবে দীর্ঘ বিরতির পর ফিরেই তাঁকে একটি বড় ধাক্কা খেতে হলো।

হিন্দি নয়, কিয়ারার প্রত্যাবর্তন হলো তেলেগু সিনেমা দিয়ে। এস শঙ্কর পরিচালিত সিনেমা ‘গেম চেঞ্জার’ মুক্তি পেয়েছে আজ। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ। তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির পরই ‘গেম চেঞ্জার’ ছবিটি অনলাইনে ফাঁস হয়েছে। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। এ বিষয়ে ছবিটির প্রযোজনা সংস্থার বক্তব্য অবশ্য পাওয়া যায়নি।

ভারতে মুক্তির পরপরই ছবিটির পাইরেটেড কপি অনলাইনে ছড়িয়ে পড়া অবশ্য নতুন ঘটনা নয়। গত মাসেও সুকুমারের বহুল চর্চিত সিনেমা ‘পুষ্পা ২’অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তবে তাতে অবশ্য ব্যবসার তেমন ক্ষতি হয়নি। ‘গেম চেঞ্জার’কেমন করে, সেটাই এখন দেখার।

জানা যায়, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। শুরুতে এ ছবিতে রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘বিনয়া বিদ্যা রামা’ ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রাম চরণ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত