Homeজাতীয়ববি’র ভিসির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম

ববি’র ভিসির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম

[ad_1]

জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করা, বিতর্কিত নিয়োগ এবং স্বৈরাচারী আচরণের অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য ভিসিকে আল্টিমেটাম দিয়েছেন। 

বুধবার দিবাগত রাতে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, উপাচার্য দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী সমর্থকদের পুনর্বাসন করেছেন। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে রাতের অফিস আদেশে কর্মকর্তা এবং গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষার্থী রেজা শরীফ বলেন, বিগত তিন উপাচার্যের কার্যক্রমে কোনও উন্নয়ন হয়নি, ভবিষ্যতেও আমরা বর্তমান উপাচার্যের কাছ থেকে ভালো কিছু আশা করছি না। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, আমরা কোনও স্বৈরাচারের দোসরকে ক্যাম্পাসে ঢুকতে দেবোনা।

সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বুধবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এরপর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এটিএম রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। তবে শিক্ষার্থীদের দাবী নিয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত