Homeজাতীয়বরিশাল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ বাউফলের তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার 

বরিশাল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ বাউফলের তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার 

[ad_1]

বাউফলের তেঁতুলিয়া নদী থেকে শ্যামল চন্দ্র দে নামের এক ব্যক্তির (৫৫) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

আজ মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুরে উপজেলা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, স্থানীয়রা বেলা ১১ টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়৷ 

পরে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই লাশ উদ্ধার করে। 

উদ্ধারকৃত লাশের পরিধেয় পোশাকের পকেট থেকে একটি এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলসহ কিছু কাগজ পাওয়া যায়৷ এসব ডকুমেন্টস থেকে প্রাথমিক ভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত  ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্রে দে (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত জীবন চন্দ্র দে। গত ৫ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর ১০ দিন পর আজ তার তার লাশ উদ্ধার হয়েছেন। 

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে লাশের সুরতহাল করা হবে এবং  ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। 

উল্লেখ্য, ওই ব্যক্ত নিখোঁজের হওয়ার পর কোন সাধারণ ডায়েরি করা হয়নি৷



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত