Homeজাতীয়বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভিডিও কথোপকথন, ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে আলোচনা

বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভিডিও কথোপকথন, ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে আলোচনা

[ad_1]

logo

অনলাইন ডেস্ক    

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০০: ২৩

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। গতকাল বুধবার (৬ নভেম্বর) দুই দেশের ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে তাঁদের মধ্যে কথোপকথন হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর এই প্রথম বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান পর্যায়ে আলাপ হলো।

এবিষয়ে ভারতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডলে এক পোস্টে বলা হয়, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি ভিডিও কলে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আলাপ করেছেন। এ সময় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়ে কিছু বলতে চাননি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত