Homeজাতীয়বাস ট্রেন লঞ্চে যাত্রীর চাপ, মহাসড়কে জট

বাস ট্রেন লঞ্চে যাত্রীর চাপ, মহাসড়কে জট

[ad_1]

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আজ বৃহস্পতিবার থেকে। তবে গতকাল বুধবার দুপুরের পর থেকেই রাজধানীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় জমে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে কর্মস্থল ঢাকা ছাড়তে উন্মুখ তারা। যানবাহনের চাপে বিভিন্ন মহাসড়কে দেখা গেছে ধীরগতি, যানজট।

এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন সরকারি ছুটি। ছুটি শেষ হবে ১৪ জুন। দীর্ঘ ছুটিতে যে যেভাবে পেরেছে, ছুটেছে গ্রামের পানে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিকেলে অফিস ছুটির পর মানুষের ভিড় ছিল উপচে পড়া। কেউ একা, কেউ সপরিবার। আগাম টিকিট কাটা যাত্রীরা স্বস্তিতে ট্রেন, বাসে উঠলেও অগ্রিম টিকিট না পাওয়া অনেক যাত্রীকে পড়তে হয়েছে বিড়ম্বনায়।

কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেনগুলো ছেড়েছে সময়মতো। স্ট্যান্ডিং টিকিট নিয়ে অনেকে রওনা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। তবে বিকেলের পর যাত্রীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যায়। গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের ছাদেও যাত্রী উঠেছে।

মিরপুর থেকে আসা যাত্রী সোনিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, সময়মতো ট্রেন ধরতে দৌড় দিতে হয়েছে। স্টেশনে এত ভিড়, বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়েছে। কিন্তু বাড়ি তো যেতেই হবে।

জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, আজ থেকে যেহেতু সরকারি ছুটি শুরু, ফলে বুধবার বিকেলের পর যাত্রীর চাপ বেড়েছে এবং এই চাপ আজও থাকবে। নির্ধারিত সময়ে ছেড়েছে সব ট্রেন। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে যাত্রা করেছে।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীদের তুলনায় বাস কম। নগরে চলা গণপরিবহনগুলোতেও দূরপাল্লার যাত্রী তোলার চেষ্টা চলেছে। হাটে গরু নামিয়ে দেওয়া ট্রাকেও যাত্রী উঠেছে। কিছু দূরপাল্লার বাস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় কালিয়াকৈরে তীব্র যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা এলাকায় থেমে থেমে চলতে হয়েছে যানবাহনকে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে যানজট হয়েছে। কোথাও কোথাও ধীরগতিতে চলে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায়, আজ থেকে যানবাহনের চাপ আরও বাড়বে।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এ সময় পারাপার হয়েছে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন।

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন বলেন, যাদের অগ্রিম টিকিট কাটা আছে, তারা বাসে উঠে চলে যেতে পারছে। তবে যাত্রীর চাপের তুলনায় বাস কম। গাবতলীতে গরুর হাটের কারণে বাস আসতে কিছু দেরি হচ্ছে, ফলে ছাড়তে কিছুটা সময় লাগছে।

বিকেলের পর সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় ছিল অনেক। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদুল আজহার মতো উৎসবে লঞ্চযাত্রা করার আগে আবহাওয়ার পূর্বাভাস যাচাই করা, অনুমোদিত লঞ্চে ভ্রমণ করা, অতিরিক্ত যাত্রী ধারণ থেকে বিরত থাকা, লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, বিকেলের পর যাত্রীদের চাপ বেড়েছে। অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত