Homeজাতীয়বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

[ad_1]

স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা জুয়েল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা চৌহালী থানায় জুয়েল রানাকে একমাত্র আসামি করে এ মামলা দায়ের করেন। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি রাত পৌনে ৯টার দিকে গ্রহণ করা হয়েছে। 

অভিযুক্ত জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে, স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে রোববার (১২ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটি গঠনের নোটিশে উল্লেখ করা হয়, শনিবার (১১ জানুয়ারি) রাতে জুয়েল রানা ফকিরের বিরুদ্ধে ৮ম শ্রেণির স্কুলছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগ উঠছে। যা গত রোববার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হলে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও যৌন নির্যাতনের শিকার ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে বিএনপি নেতা জুয়েল রানা ফকিরের সঙ্গে তার পরিচয় হয়। পরে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সম্ভুদিয়া বাজার এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময়সভা চলাকালে সেখানে তাদের দেখা ও আলাপ হয়। এরপর শনিবার রাত ১১টার দিকে জরুরি কথা আছে বলে জুয়েল রানা তাকে চর-সোলিমাবাদ বাজার এলাকায় ডেকে নেয়। সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর সে বাড়িতে এসে রাতেই তার পরিবারকে বিষয়টি জানায়। পরেরদিন রোববার দুপুরে তার পরিবার থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় বিএনপির নেতারা উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাসে তাদের বাড়ি পাঠিয়ে দেন। পরে আজ রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে একমাত্র আসামি করে থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা দায়েরের পর ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, বিষয়টি জানার পরই অভিযুক্ত জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে জুয়েল রানা বলেন, আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র করা হচ্ছে। সেই কারণে আমার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। ওই ছাত্রের শারীরিক পরীক্ষা করলেই তার প্রমাণ পাওয়া যাবে।

এ ব্যাপারে চৌহালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি এজাহার দাখিল করেছেন। এজাহারটি আমলে নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষর জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজ সকালে তাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এরপর পাঠানো হবে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির জন্য। এছাড়া ইতোমধ্যে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা শুরু হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত