Homeজাতীয়বিএনপি নেতার বিরুদ্ধে স্নাতক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে স্নাতক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ


বরিশালের গৌরনদীতে এক স্নাতক কলেজছাত্রী যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন হাওলাদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগপত্র থানায় জমা দিলেও তিন দিন পেরিয়ে গেলেও মামলা রেকর্ড না হওয়ায় ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের ওই ছাত্রী বর্তমানে ঢাকায় স্বামীর সঙ্গে বসবাস করেন। গত ২১ এপ্রিল তিনি স্নাতক পরীক্ষায় অংশ নিতে নিজ গ্রামের বাড়ি—নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে ফেরেন।

অভিযোগ অনুযায়ী, কলেজে যাওয়া-আসার পথে স্বপন হাওলাদার ও তার সহযোগীরা জুয়েল সরদার এবং কাইয়ুম খান পর্যায়ক্রমে তাকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি চূড়ান্ত রূপ নেয় ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে। ওই দিন ভুক্তভোগী ছাত্রী তার শিশুপুত্র ও ভাবিকে সঙ্গে নিয়ে নলচিড়া উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে, স্বপন হাওলাদার ও সহযোগীরা তাদের পথরোধ করে।

অভিযোগে বলা হয়, স্বপন হাওলাদার ভুক্তভোগী ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করেন এবং এক পর্যায়ে স্পর্শকাতর স্থানে হাত দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান।

ভুক্তভোগী ছাত্রী জানান, ঘটনার পরপরই তিনি গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিন দিনেও মামলা রেকর্ড করা হয়নি।

তবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত