Homeজাতীয়বিএমএ ‘হল অব ফেইমে’ অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান

বিএমএ ‘হল অব ফেইমে’ অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান

[ad_1]

চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সপ্তম সেনাবাহিনী প্রধান হিসেবে গৌরবমন্ডিত ‘হল অব ফেইম’ এ অন্তর্ভুক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার তিনি এই সম্মানে ভূষিত হন। এ সময় সেনাপ্রধানের সহধর্মিনী উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফেন্ট্রিতে কমিশন লাভ করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক, কমান্ড্যান্ট, ইবিআরসি, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন, এ্যাডজুটেন্ট জেনারেল, কমান্ড্যান্ট, বিএমএ, সামরিক সচিবসহ সেনাসদর, চট্টগ্রাম সেনানিবাস এবং বিএমএ’র উর্ধ্বতন ও বিভিন্ন পদবীর সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি বছরের ২৩ জুন ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত