[ad_1]
বিদেশে কর্মী পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার নাম মো. হৃদয় রাফসানি শাহজাহান ওরফে কামরুল ইসলাম (৪২)।
এসময় তার কাছে থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত ৪২ লাখ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ৩০টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৫টি বেনামে নিবন্ধিত সিম, বিমানের সাতটি নকল টিকেট ও নয়টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) টঙ্গী থানার খা পাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, এ প্রতারক চক্র ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ৯ নং সেক্টর এলাকায় সাহাজাদি এন্টারপ্রাইজ নামে বিদেশে কর্মী পাঠানোর জন্য একটি প্রতিষ্ঠান চালু করে। অনলাইনে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে স্বল্প ব্যয়ে বিদেশে দক্ষ কর্মী পাঠানো ও ভালো চাকরির প্রলোভন দিয়ে প্রচারণা চালায়।
গত ২ নভেম্বর আমিরুল ইসলাম অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ করে ও তাদের কথা মতো ওই প্রতিষ্ঠানে যায়। প্রতারক চক্র তাকে মেকানিক্যাল কর্মী হিসেবে তাইওয়ানে পাঠাবে বলে জানায়।
পরবর্তীতে তিনি জানতে পারেন ভিসা ও বিমানের টিকেটগুলো জাল। এ ঘটনায় মো. আমিরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়।
প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
[ad_2]
Source link