Homeজাতীয়বিয়ের ছয় মাস না হতেই অন্তঃসত্ত্বা সোনাক্ষী!

বিয়ের ছয় মাস না হতেই অন্তঃসত্ত্বা সোনাক্ষী!

[ad_1]

সব জল্পনা উড়িয়ে দিয়ে গত ২৩ জুন সকালে জাহির ইকবালের সঙ্গে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তিনি। বিয়ের ছয় মাস না হতেই চর্চা হতে থাকে অন্তঃসত্ত্বা এ অভিনেত্রী।

এবার বিষয়টি নিয়ে চরম সত্যি জানালেন সোনাক্ষী সিনহা। কিছুদিন আগের কথা। একটি ক্লিনিকের বাইরে স্বামী জাহিরের সঙ্গে দেখা যায় তাকে। সেখান থেকেই তার অন্তঃসত্ত্বার গুঞ্জনের শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কার্লি টেলসের সঙ্গে আলাপকালে বলিউড তারকা বলেন, হ্যাঁ ভাই…! এই তো সেদিন জাহিরকে কে যেন শুভেচ্ছাও জানিয়ে দিল। আমি বলতে চাই যে, আমি মোটেও অন্তঃসত্ত্বা নই। শুধু একটু মোটা হয়েছি। আচ্ছা, আমরা কি এই দাম্পত্যটা একটু উপভোগ করব না? এরপর তার স্বামী জাহির বলেন, এই তো, কাল থেকেই ডায়েট শুরু হচ্ছে ওর।

এদিকে কয়েক মাস আগেও একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোনাক্ষী সিনহা। তিনি বলেন, নায়িকাদের বিয়ে হলে এসব একটু রটে। আমার তো বিয়ের আগেও এ গুঞ্জন রটেছিল। এখন সবাইকে জানাতে চাই―এখনই সন্তান নেয়ার কোনো পরিকল্পনা নেই আমার। অন্তত দু’বছর সময় নেব। কেননা, আমি ও জাহির এখনো বাচ্চা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত