Homeজাতীয়বিসিএস প্রিলিমিনারি বিষয়ভিত্তিক প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি বিষয়ভিত্তিক প্রস্তুতি


চাকরিপ্রার্থীদের জন্যে বিসিএস সবচেয়ে আকাক্সিক্ষত একটি চাকরি, যেন সোনার হরিণ। সঠিক প্রস্তুতি এবং দিক নির্দেশনার অভাবে অনেকেই কঠোর পরিশ্রম করেও এই সোনার হরিণের দেখা পায় না। এখানে বিসিএস প্রিলিমিনারির কয়েকটি বিষয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো।

বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলিতে যেসব টপিকের ওপর প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি এবং আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। এ বিষয়ে ভালো করার কয়েকটি টিপস-
১। সাম্প্রতিক বিষয়সমূহের আপডেট তথ্য খুব ভালো করে জানতে হবে।
২। বিভিন্ন চলমান ও আলোচিত যুদ্ধ, চুক্তি, সনদ ও সম্মেলন বিষয়ে সকল তথ্য জেনে রাখতে হবে।
৩। বিভিন্ন আলোচিত আন্তর্জাতিক সংগঠন, তাদের প্রতিষ্ঠার সাল, সদস্য সংখ্যা, সদর দপ্তর, বর্তমান প্রধান, অঙ্গ সংগঠন ইত্যাদি বিষয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে।
৪। পত্র-পত্রিকার আন্তর্জাতিক পাতা মনোযোগ দিয়ে নিয়মিত পড়তে হবে।
৫। বিভিন্ন দেশের ভৌগোলিক সীমারেখা, সমুদ্রসীমা ও সীমান্ত বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে।
৬। ভালো মানের একটি গ্লোবাল ম্যাপ ধরে বিভিন্ন দেশের অবস্থান, সীমা, প্রণালী, খাল ইত্যাদি বিষয়ে পড়াশোনা করলে উপকার পাবেন।
বিষয়: গাণিতিক যুক্তি
এই বিভাগের জন্য মোট বরাদ্দ থাকে ১৫ নম্বর। বিষয়টিতে ভালো করার কয়েকটি টিপস নিচে দেওয়া হলো-
১। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থীই গণিত বিষয়টিকে একটু ভয়ের চোখে দেখে থাকেন। প্রিলিতে ভালো করতে হলে ভয় পেলে চলবে না। প্রতিদিন এ বিষয়ে প্র্যাকটিস করতে হবে।
২। জব সলিউশন বা বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩। সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা বিষয়টি খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে।
বিষয়: মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা বিষয়ে ১৫ নম্বর বরাদ্দ থাকে। ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক এবং সংখ্যাগত ক্ষমতা- এই ৬টি টপিকে ভাগ করা হয়েছে এ বিষয়টিকে। এ বিষয়ে ভালো করার কয়েকটি টিপস-
১। বাজারে পাওয়া যায় এমন ভালো কোনো বই পড়তে হবে।
২। মানসিক দক্ষতা বিষয়ে ভালো করতে হলে জব সলিউশন বা বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান করা জরুরি।
৩। গাণিতিক যুক্তিতে ভালো হলে মানসিক দক্ষতা বিষয়েও ভালো করা সম্ভব। তাই গাণিতিক যুক্তির অংশে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
৪। বাংলা এবং ইংরেজি শব্দের বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এ ধরনের প্রশ্ন মানসিক দক্ষতায় করা হয়ে থাকে বিধায় বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ের ভাষা অংশের জন্য ভালো প্রস্তুতি নিলে উপকার পাওয়া যাবে।
৫। চূড়ান্ত পরীক্ষায় চিত্র দেখে ত্রিভুজ, চর্তুভুজ ইত্যাদির ক্ষেত্রে সমাধান করতে বেশি সময় নিয়ে ফেললে অন্যান্য প্রশ্ন সমাধান করবার সময় কমে যাবে। এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে হবে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রিলিতে সাধারণ বিজ্ঞান বিভাগে ১৫ নম্বর বরাদ্দ আছে। বিষয়টিতে ভালো করার কয়েকটি টিপস-
১। প্রথমেই বিগত বছরসমূহের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান করতে হবে এবং সেখান থেকে প্রশ্নপত্রের প্যার্টান বুঝে নিতে হবে।
২। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়া অন্য বিভাগের শিক্ষার্থীরা সাধারণ বিজ্ঞান বিভাগের ভৌত বিজ্ঞান অংশে এসিড, ক্ষার, লবণ, জারণ-বিজারণ, স্থির ও চলতড়িৎ, ইলেকট্রনিকস, নবায়নযোগ্য শক্তির উৎস- এই টপিকসমূহে মনোযোগ দিতে হবে। এছাড়া তড়িৎ চৌম্বক, ট্রান্সফর্মার, এক্সরে এবং তেজস্ক্রিয়তা বিষয়ে ভালো করে পড়লে লিখিত পরীক্ষার সময় সুবিধা পাওয়া যাবে।
৩। জীব বিজ্ঞান অংশে রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, ভাইরাস, ব্যাকটেরিয়া, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার- এই টপিকসমূহ ভালোভাবে পড়তে হবে।
৪। আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে সব টপিকই পড়তে হবে।
৫। মাধ্যমিক শ্রেণির বোর্ড বই থেকে সাধারণ বিজ্ঞানের টপিকসমূহ পড়লে ভালো হবে।
বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
এ বিষয়ে কম্পিউটার সেকশন থেকে ১০টি এবং তথ্য প্রযুক্তি থেকে ০৫টি প্রশ্ন থাকে। এ বিষয়ে ভালো করার টিপস-
১। কম্পিউটার পেরিফেরাস, কী বোর্ড, মাউস, ওসিআর, কম্পিউটার অঙ্গ সংগঠন, সিপিইউ, হার্ড ডিস্ক- এই টপিকগুলো প্রিলির পাশাপাশি বিসিএস রিটেন পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। তাই পড়তে হবে মনোযোগ দিয়ে।
২। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম থেকে কয়েকটি প্রশ্ন আসার প্রবণতা দেখা গেছে। তাই এই টপিকটিও পড়বার সময় অনেক বেশি মনোযোগ দিতে হবে।
৩। কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়াল এ বিষয়সমূহ খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে।
৪। তথ্যপ্রযুক্তি অংশের সব টপিকই গুরুত্বপূর্ণ। এই অংশের ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে যে, এই সেকশনের তথ্য কিন্তু খুব ঘনঘন পরিবর্তন হয়। তাই চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবার আগে সর্বশেষ তথ্যটি জানতে হবে।
চাকরি বাজার ডেস্ক





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত