Homeজাতীয়ব্রাহ্মণবাড়িয়ায় ’আভা’র উদ্যেগে দরিদ্র নারীদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় ’আভা’র উদ্যেগে দরিদ্র নারীদের আর্থিক অনুদান প্রদান

[ad_1]

আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি ‘আভা’র উদ্যেগে দরিদ্রতা বিমোচনে ও দরিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি বড়বাড়িতে অনুদানের টাকা বিতরণ করেন মানব হৈতেষী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি মেহের চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি আল আমীন শাহীন,বীর মুক্তযোদ্ধা শাহ আলী শিকদার ,আফসানা সুলতানা ,ফাতেমা কবির, ডলি হাসান, নার্গিস আক্তার, দিতি আক্তার প্রমূখ।

আভার উদ্যেগে ২০১০ সাল থেকে আর্থিক অনুদান প্রদাণ কর্মসূচী অব্যাহত রয়েছে।অনুষ্ঠানে বি মেহের চৌধুরী বলেন,‘প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য মন পড়ে থাকে।মাতৃভুমি এবং দেশের আপনজনের টানে ছুটে আসি।এটা মনের একটা প্রশান্তি। যতদিন বেঁচে থাকবো এ সেবা কাজ চালিয়ে যাব।’ 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত