Homeজাতীয়ব্রিটেনের রাজা, প্রধানমন্ত্রী ও বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের রাজা, প্রধানমন্ত্রী ও বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

[ad_1]

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। 

লন্ডন সফরে ব্রিটিশ রাজপরিবারের আয়োজনে ড. ইউনূসকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হবে। এ সফরে আন্তর্জাতিক থিঙ্ক টাংক চাটার্ম হাউস ড. ইউনূসের সঙ্গে কর্মসূচি চূড়ান্ত ক‌রে‌ছে। এছাড়া বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার মতবিনিময়ের কর্মসূচি রয়েছে, য‌দিও সে কর্মসূচির তা‌রিখ এখ‌নও চূড়ান্ত হয়‌নি।

প্রধান উপদেষ্টা ১০ জুন রাতে লন্ডন পৌঁছাবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরের তৃতীয় দিনে (অ্যাওয়ার্ড গ্রহণের দিন) লন্ডনের বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আগামী বুধবার (১১ জুন) অথবা বৃহস্পতিবার (১২ জুন) বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ দেশটির কয়েকজন মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা রয়েছে। এই কর্মসূচিগুলো আগামী দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে।

অর্থ পাচার এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি গুরুত্ব পাবে। গত মার্চে যুক্তরাজ্যের আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার। এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর লন্ডনে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাতে বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। ব্রিটিশ সরকারকে বাংলাদেশি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাজি করানোর চেষ্টা চলছে।

এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে ব্রিটিশ সরকা‌রের কাছে সহায়তার চাইতে পারে বাংলা‌দেশ সরকার। 

প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন ব‌লেন, ওনার (প্রধান উপদেষ্টা) সফর চূড়ান্ত হ‌য়ে‌ছে। কর্মসূচি নি‌য়ে কাজ চল‌ছে। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভার তা‌রিখ ও স্থান নি‌য়ে কাজ চলমান। দু-এক‌দি‌নের মধ্যে সব চূড়ান্ত হ‌বে।

বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান‌কে আমন্ত্রণ জানা‌নো হয়েছে কীনা জানতে চাইলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের প্রতিবেদককে বলেন, ‘নো ক‌মেন্টস’। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত