মাদুরাই বিমানবন্দরে বিজয়, ভক্তকে বন্দুক তাক করার ঘটনায় চাঞ্চল্য।
অভিনেতা এবং তামিলগা ভেট্রি কাজাগাম-এর প্রধান বিজয় সম্প্রতি মাদুরাই বিমানবন্দরে দেখা দেন। কোদাইকানালে একটি সিনেমার শুটিং শেষ করে ফেরার পথে বিমানবন্দরে তাঁকে ঘিরে ভিড় জমান ভক্তরা। তবে এই সময় এক অতিউৎসাহী ভক্ত তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে, নিরাপত্তারক্ষীদের এক সদস্য তাঁকে লক্ষ্য করে বন্দুক তুলে ধরেন-ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ঘটনার একাধিক ভিডিও এখন এক্স (পূর্বতন টুইটার)-এ ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজয় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে উচ্ছ্বসিত জনতা চিৎকারে ফেটে পড়ে। এক ভক্ত বিজয়ের দিকে একটি শাল নিয়ে ছুটে এলে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন। এই সময় এক নিরাপত্তারক্ষীর হাতে থাকা বন্দুক ওই ভক্তের দিকে অল্প সময়ের জন্য তাক করা হয়। তবে বিজয় পুরো ঘটনায় নির্লিপ্ত ছিলেন এবং সরাসরি বিমানবন্দরের ভিতরে চলে যান।
ঘটনার পরে ওই ভক্ত সংবাদমাধ্যম নিউজ১৮-কে বলেন, “আমি জানতাম না বন্দুক ছিল, বাউন্সাররা নিরাপত্তার কারণেই এটা করেছেন। আমি মনে করি না তারা কিছু ভুল করেছে।”
ভিডিওটি ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটিকে “ভয়ানক” বলেছেন, আবার বিজয়ের ভক্তরা নিরাপত্তা ব্যবস্থা হিসেবে একে সমর্থন করেছেন। এক এক্স ব্যবহারকারী লেখেন, “এটা খুবই ভয়ংকর। জনসমক্ষে একজন অভিনেতার নিরাপত্তাকর্মী বন্দুক তাক করছেন সাধারণ মানুষের দিকে!”
আরেকজন লেখেন, “যখন রাজিনীকান্ত স্যার, অজিত স্যার বা সুরিয়া স্যারদের কাছে মানুষ বা সাংবাদিকরা যান, তাঁরা অনেক বিনয়ী হন। কিন্তু এখানে এক বৃদ্ধ মানুষ বিজয়কে একবার দেখতে গিয়েছিলেন, আর নিরাপত্তা টিম তাঁর সাথে এই আচরণ করলো!”
তবে বিজয়ের ভক্তদের দাবি, বন্দুকটি তোলা হয়েছিল কারণ বিমানবন্দরের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। নিরাপত্তাকর্মী সেটি অন্য এক সহকর্মীর কাছে হস্তান্তর করছিলেন ঠিক তখনই ভক্তটি ছুটে আসেন। এক ভক্ত লেখেন, “গার্ড বন্দুক কেন তুলেছিল? কারণ এটি বিমানবন্দর টার্মিনালে নিয়ে যাওয়া যায় না। সে সেটি আরেক কর্মকর্তার হাতে দিচ্ছিল। এটি স্ট্যান্ডার্ড প্রোটোকল।”
অন্য একজন লেখেন, “থালাপতি বিজয়ের নিরাপত্তাকর্মী দায়িত্বের সঙ্গে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করছিলেন। কিন্তু এক ভক্তের বেপরোয়া আচরণে হঠাৎ করে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কাউকে উদ্দেশ্য করে বন্দুক তোলা হয়নি।”
সূত্র: https://shorturl.at/xAQyY