Homeজাতীয়ভুয়া তথ্যে এনআইডি নিলে মামলা দেবে ইসি

ভুয়া তথ্যে এনআইডি নিলে মামলা দেবে ইসি

[ad_1]

জাল বা ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করলে বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করলে সংশ্লিষ্ট ব্যক্তির নামে ফৌজদারি মামলা দেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসির এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি সব থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন বলে ইসি সূত্র জানায়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন বা সংশোধন সংক্রান্ত জাল-জালিয়াতির উদ্দেশে জাল বা ভুয়া তথ্য দিয়ে কোনো নাগরিক ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করলে ওই ভোটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের অথবা সাধারণ ডায়েরি করতে হবে।

উল্লেখ্য, এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক অনিয়ম, দুর্নীতির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনায় বলা হয়েছিল, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

রোহিঙ্গা ঠেকাতে মাঠ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ॥ ভোটার নিবন্ধন তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে রোহিঙ্গাসহ বিদেশীদের ঠেকাতে সতর্কতা অবলম্বনের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার এ সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন বলে জানা যায়।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের সব উপজেলা ও থানা বিশেষ এলাকা হিসেবে ঘোষিত হওয়ায় জারিকৃত পরিপত্র অনুযায়ী, এ, বি ও সি ক্যাটাগরির ভিত্তিতে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে মানুষ যথাসময়ে তাদের কাক্সিক্ষত সেবা পায়। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কমিটির সভা যথাসময়ে সম্পন্ন করতে হবে। এ ও বি ক্যাটাগরির আবেদন উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে যাচাই-বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যার ব্যবহার পূর্বক ছবি তোলার তারিখ ও সময় আবেদনকারীকে জানিয়ে দিতে হবে। এক্ষেত্রে কিউআর কোড যুক্ত নাগরিক সনদ ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই নিতে হবে এবং যাচাই করতে হবে।

চট্টগ্রাম অঞ্চলে কেউ ভোটার হতে এলে আগে সবাইকেই রোহিঙ্গা সন্দেহের ভেতর রেখে বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করে ভোটার করে নেওয়া হতো। এখন রোহিঙ্গা বা ভিনদেশী সন্দেহ হলে তাদের সি ক্যাটাগরিতে ফেলে বিশেষ কমিটির মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হয়। এ অঞ্চলে ৩২টি



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত