[ad_1]
ভারতের সাথে কিভাবে যেন মিশে আছেন কমলা, কারন তার মায়ের জন্ম ভারতে, আমেরিকায় ভোটযুদ্ধে লড়ছেন তামিলনাড়ুর মেয়ে কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা জো বাইডেনের উত্তরসূরি হতে পারবেন কি না, মঙ্গলবারই তা নির্ধারণ করবেন আমেরিকার মানুষ। কিন্তু আজ থেকে প্রায় ১৫ বছর আগেই কমলাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনেত্রী সাফ বলেন, “কমলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।”
বলিউডে সাফল্য পাওয়ার পর বেশ কয়েক বছর হলিউডে ভাগ্যের শিকে ছেড়ার জন্য বেশ দৌড়দৌড়ি করেছেন মল্লিকা। সেই সময় একবার কমলার সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেত্রী। তিনি কমলার সঙ্গে দেখা করে ফেরার পর তৎকালীন টুইটারে লেখেন, “দারুণ লাগল কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে। লোকে বলেন এই মহিলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।” এটা যে সময়কার কথা, তখন কমলা ছিলেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এর পর কমলার চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি ছবি করেন মল্লিকা। সেটা ২০১১ সাল, ছবিটির নাম ‘পলিটিক্স অফ লভ’। সেই মল্লিকা বলেন, “আমি আমার এই ছবির চরিত্রটির জন্য অনুপ্রেরণা নিয়েছিলাম কমলা হ্যারিসকে দেখে।”
কিন্তু মল্লিকার ভবিষ্যতবাণী হয়তোবা এবার সত্যি হচ্ছেনা।
[ad_2]
Source link